প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, লম্পট আটক

27

স্টাফ রিপোর্টার :
নগরীর মুন্সিপাড়ায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় এক লম্পটকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত নগরীর মুন্সিপাড়া ৩১ নং বাসার ওজুউল্লাহর পুত্র খোরশেদ আলম (৩০)। গতকাল মঙ্গলবার পুলিশ ধৃত খোরশেদকে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-১) আদালতে হাজির করলে আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া ধর্ষিত প্রতিবন্ধী শিশু রুবিকে (১৩) ২২ ধারার জবানবন্দী শেষে তাকে পিতার জিম্মায় প্রদান করেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাফপুর গ্রামের ও নগরীর মুন্সিপাড়া ৩৩ নং বাসার বাসিন্দা ও ধর্ষিতার পিতা মো: আব্দুর রহিম মধুশহীদ ট্রাষ্ট মেডিকেল সেন্টারে ডাক্তার চেম্বারে চাকুরী করে আসছিলেন। খোরশেদ আলম ২/৩ মাসপূর্বে ওই বাসার কেয়ারকেটার ছিল। পূর্ব পরিচিত হিসেবে খোরশেদ তার বাসায় আসা যাওয়া করতো। গত ২৬ জানুয়ারী তার স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী রুবিকে বাসায় একা রেখে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি মুন্সিপাড়ার বড় ছেলে জুয়েল আহমেদের বাসায় বেড়াতে যান। এ সুযোগে সন্ধ্যা রাতে লম্পট খোরশেদ আলম তার ঘরে প্রবেশ করে রুবিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে একমাত্র খোরশেদ আলমকে আসামী করে কোতোয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং- ৩৬ (২৯-০১-১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই খোকন দাস জানান, মঙ্গলবার ধৃত আসামী খোরশেদ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ধর্ষিতার ২২ ধারার জবানবন্দী শেষে তাকে তার পিতার জিম্মায় প্রদান করা হয়।