গোলাপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে দুটি কারসহ আটক ২

32
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে দুপক্ষের মধ্যে রহস্যজনক সংঘর্ষের ঘটনায় আটক হওয়া দুটি প্রাইভেটকার।

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে দু’পক্ষের মধ্যে রহস্যজনক সংঘর্ষের ঘটনায় ও দুটি প্রাইভেটর কারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গতকাল সোমবার দুপুরে হেতিমগঞ্জ বাজার চৌমুহনীর পান্না রেষ্টুরেন্টের সামনে ঘটে। এ সময় উভয়ের দুটি প্রাইভেট কার ভাংচুর করে জনতা। ঘটনার সময় স্থানীয় লোকজন রগা অপুকে ছিনতাইকারী বলে গণপিটুনি দিচ্ছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, এসআই হোলাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয় এবং পরে ঘটনাস্থল থেকে দুটি প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেন। আটককৃত দুইজনের মধ্যে জাহিদ হাসান চৌধুরী ওরফে রগা অপু (৩১) মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। সে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের মৃত মামুন আহমদ চৌধুরীর ছেলে। অপরজন সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার হাছন নগর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শাহরিয়ার রহমান (২৭)। বর্তমানে সে সিলেট নগরীর উপশহর এলাকায় বসবাস করছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ঢাকা মেট্রো-গ ১৩-২২৭৫ এক সাদা রংয়ের প্রাইভেট কার আটক করা হয়। ঘটনাস্থল থেকে ক্রিম কালার চট্ট মেট্রো-গ ১১-১৭৮৮ আরো একটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ। দুটি কারই ভাংচুর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থল থেকে ফিরে আসা গোলাপগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) দেলোয়ার হোসেন এ খবরটি নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার কোন কারণ জানা যায়নি পুলিশের কাছ থেকে।