সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কতৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, লক্ষ্য রাখতে হবে শেখ হাসিনার পথে যেনো কেউ বাধা না হয়ে দাঁড়ায়। কোনো জঙ্গিগোষ্ঠী স্বাধীনতার বিপক্ষের শক্তিরা মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে। ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তিকে নস্যাৎ করতে হবে। মুক্তিযোদ্ধরা যেমন একাত্তরে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে এসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারি কমিশনার গাজালা পারভিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বীর প্রতিক ইদ্রিস আলী, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আলী আমজদ, আবু সুফিয়ান, আসাদুল্লাহ সরকার, আতাউর রহমান, আফতাব উদ্দিন, সফর আলী প্রমুখ।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রীসহ সুনামগঞ্জের ৪ সাংসদকে সম্মনা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ সদর উপজেলায় ১কোটি ৮৭লক্ষ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপে¬ক্স’র ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের স্থাপন করেন।