কাজিরবাজার ডেস্ক :
পাঁচ ধাপে সম্পন্ন হবে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন। এর মধ্যে আগামী ৮ বা ৯ মার্চ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। মঙ্গলবার (২২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সভা করে কোন বিভাগের কোন জেলার কোন কোন উপজেলার ভোট হবে তা নির্ধারণ করা হবে। তবে প্রথম ধাপে ৮ বা ৯ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন ১৮ মার্চ, তৃতীয় ধাপের নির্বাচন ২৪ মার্চ, চতুর্থ ধাপের নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। বাকি পঞ্চম ধাপের নির্বাচন রমজান মাস ও ঈদের পরে অনুষ্ঠিত হবে।
একটি বড় দল বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনও ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বাদ দিয়ে নির্বাচন একপেশে হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা পরিষদ স্থানীয় সরকারের নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ভোট করতে হবে। কে এলো বা না এলো তা বিবেচনায় নেওয়ার কোনও সুযোগ নেই।
এদিকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে ভোট ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় ৪৩তম কমিশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তিনি শপথ গ্রহণ করেননি। যেহেতু তিনি শপথ গ্রহণ করেননি তাই সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে। মনোনয়ন ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ সময়।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।