বঙ্গবীর ওসমানী চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন

15

মহান মুক্তিযোদ্ধা সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীগণ অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদেরকে ফেনি দাওয়াখানা ইদ্রিছ মার্কেট নীচ তলা জিন্দাবাজার থেকে ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মৃত্যুবার্ষিকী সফলের লক্ষ্যে আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, রোটারিয়ান আসাদুজ্জামান, রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরীকে উপদেষ্টা, রোটারিয়ান শামীম আহমদকে আহ্বায়ক, শ্রী সুরঞ্জিত বর্মন, মো. বেলাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, এডভোকেট মো. সাজ্জাদুর রহমানকে সদস্য ও জাবেদ আহমদকে পরীক্ষা নিয়ন্ত্রক, আলহাজ্ব ডা. এম. এ. রকিব, হাকিম সাদ উল্লাহ বাচ্চু, জাহাঙ্গীর আলম, হোসেন মো. রাজন, মামুন চৌধুরী, হুমায়ুন রশীদ শাহীনকে সদস্য করে মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি