ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে সাংবাদিকের বাসা থেকে পরিবারের লোকজনকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল সেটসহ মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার রাতে শহরের বাগবাড়ি এলাকায় দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ আখতারুজ্জামানের বাসায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিবারের ৩ সদস্য অসুস্থ অবস্থায় রয়েছেন। খবর পেয়ে শনিবার দুপুরে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই দেবাশিষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টায় রাতের খাবার খেয়ে দৈনিক সমকাল ও উত্তরপূর্ব পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ আখতারুজ্জামান ছাতক সিমেন্ট কারখানায় নিয়মিত কর্তব্য পালনের উদ্দেশ্যে বাসা থেকে রেব হন। কারখানা খেয়া ঘাট দিয়ে সুরমা নদী পার হয়ে তিনি নদীর অপারেই অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কারখানা হাসপাতালে ভর্তি করান। এদিকে বাসায় থাকা আখতারুজ্জামানের মা সুফিয়া বেগম (৬৫) ও ছোট ভাই শাহ তারেক আহমদ একই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে চোরেরা জানালার গ্রিল ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকা, একটি মোবাইল সেটসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। বাসায় থাকা তার ছোট বোন মুনমুন বেগম রাতের খাবার না খাওয়ায় সে সুস্থ অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রিল ভাঙ্গার একটি চিড়াপাঞ্জা ও রুমাল উদ্ধার করে।