গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতা থামবে না – আবুল কাহের শামীম

21
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ জিয়া মানেই স্বাধীনতা, শহীদ জিয়া মানেই গণতন্ত্র, শহীদ জিয়া মানেই স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষনা দিয়েই ক্ষান্ত হননি, একাত্তরের রনাঙ্গনে জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। ৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনে দেশ-জাতির ক্রান্তিলগ্নে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনায় আত্মনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে নতুনরূপে তুলে ধরেন শহীদ জিয়া। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাকশালী শাসনে নিষ্পেষিত জাতির ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জিয়া। তাঁর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজকের বাকশালী স্বৈরাচারী আওয়ামীলীগ দেশে রাজনীতি করার অধিকার পেয়েছিল। কিন্তু অবৈধ ক্ষমতার মোহে তারা ইতিহাস ভুলে মানুষের ভোট চুরি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। গণতন্ত্র ধ্বংস করে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেছে।
তিনি শনিবার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান ও মাজহারুল ইসলাম ডালিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, ধর্ম সম্পাদক আল মামুন খান, তাতী বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও বজলুর রহমান ফয়েজ, মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহ-দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-আইন সম্পাদক আমিন উদ্দিন, যুবদল নেতা সাদিকুর রহমান সাদিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল হাসান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩ তম জন্মদিন পালন করেছে সিলেট মহানগর বিএনপি। ১৯ জানুয়ারী বাদ আসর তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, হুমায়ুন কবির শাহীন, জিয়াউল হক জিয়া, যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আখতার হোসেন মিটু, মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, পরিবহন সম্পাদক জাকির হোসেন তালুকদার, পল্লি উন্নয়ন সম্পাদক আব্দুজ জব্বার তুতু, আমিনুর রহমান খোকন, সহ দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, সিনিয়র সদস্য কামাল হাসান জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল হক আসাদ, সালাউদ্দিন রিমন, জামিল আহমদ, রায়হান আহমদ, কয়েস আহমদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল হাসিব, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, আব্দুস সাজ্জাদ আরিফ, হোসেন খান ইমাদ, মঞ্জুর আহমদ কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি