এইচ এম কবির আহমেদ
আমরা সবাই বাঁচার মতো
বাঁচতে চাই।
রাস্তা ঘাটে স্বাধীন ভাবে
চলতে চাই।
মা-বোনদেরকে মায়ের মতো
দেখতে চাই।
শোষণ তো নয় ন্যায়ের পথে
শাসন চাই।
আইন প্রয়োগে সু-শাসনে
নীতি চাই।
শত্রুতা নয় বন্ধু হয়ে
চলতে চাই।
খাঁচার পাখি মুক্ত ডানায়
দেখতে চাই।
ভেজাল মুক্ত ফল-ফলাদি
পেতে চাই।
মানবতার মায়ায় ঘেরা
বিবেক চাই।
সাদা মনের আদর্শবান
নেতা চাই।
কোর্ট-খাচারী ঘুষ মুক্ত যে
দেখতে চাই।
যোগ্যতাতে বেকার লোকের
চাকরি চাই।
রাজনীতির ওই কবল থেকে
মুক্তি চাই।
সন্ত্রাস মুক্ত এই সমাজে
শান্তি চাই।
আদালতে সুষ্ঠু মতো
বিচার চাই।
হিংসা মুক্ত সুন্দর একটি
সমাজ চাই।
সোনার মতো বাংলা আমার
গড়তে চাই।
সু-শিক্ষাতে সু-শীল একটি
জাতি চাই।
আঁচল ঘেরা মায়ের মতো
দেশটি চাই।