সামিমা বেগম
জবা ফুলের বিয়ে হবে
রঙ হয়েছে লাল,
সূূর্যমুখী পায়নি দাওয়াত
তাই ফুলেছে গাল।
মেন্দি ফুলের রং ছড়াতে
বাটে অল্প পাতা,
জবা ফুলের হাত সাজাতে
আসছে ফুলের মাতা।
মিষ্টি সুবাস ছড়ায় গোলাপ
টগর তুলে ফুল,
বউ সাজাতে হিমঝুরিতে
মস্ত করে ভুল।
এই না দেখে ডালিয়াতে
মুচকি মুচকি হাসে,
ঘাসফুলেতে শুধরে নিয়ে
সুখ-সাগরে ভাসে।
আপ্যায়নে থাকবে নাকি
গাঁদাফুলের দল,
শাপলা দেবে মাংস পোলাও
রঙ্গন দেবে জল।
হয় নিরুপায় জবা এবার
দেয় দরোজায় খিল,
জবার সাথে আগে থেকেই
গন্ধরাজের মিল।
চিত্র বিয়ের পাল্টে গেল
সবার মুখে ছি!
হাস্নাহেনা এসে বলে
এটা এমন কী।
বকুল এবার সাজলো কাজি
শিউলি ভাবে বাজে,
লালগায়েতে জবা ফুলে
আরও বেশি সাজে।
ঘর সাজাতে কাগজ ফুলে
ব্যস্ত হয়ে পড়ে,
খুশিতে আজ গন্ধরাজে
সবার হাতটি ধরে।