কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১ হাজার ৮৬১ প্রার্থী অংশ নিলেও শেষ পর্যন্ত জামানত গেছে ১৪শর বেশি প্রার্থীর। এর মধ্যে বিএনপির হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দল্লাহ আল নোমান, জয়নুল আবদীন ফারুক পর্যন্ত জামানত হারিয়েছেন। মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।
সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোন আসনের নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াফত হয়। এবারের নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ১ হাজার ৪৪০ জনের মতো প্রার্থী তার আসনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি। জামানত হারানোদের মধ্যে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে ২৯৮ জন। আর ধানের শীষ প্রতীকে বিএনপি ও তার শরিক দলগুলোর প্রার্থী রয়েছে ১৮৬ জন। তবে বিএনপির হয়ে নির্বাচন করা ৯৬ জন প্রার্থীর জামানত বহাল আছে।