কাজিরবাজার ডেস্ক :
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করেছে এবং তারা জনগণের আস্থা অর্জন করেছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩শ’ ফিট হাইওয়ের দক্ষিণে পূর্বাচল সংলগ্ন জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার ১০, ১২ এবং ১৬নং সেক্টর এলাকায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ‘আদমজী পাবলিক স্কুল ও কলেজ’, জলসিঁড়ি পাবলিক স্কুল ও কলেজ’ এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ’। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাথমিক ধাপের নির্মাণ কাজ ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে। এছাড়া ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে নিয়মানুযায়ী সামরিক বাহিনীর সদস্যের সন্তানদের পাশাপাশি অসামরিক ব্যক্তিদের সন্তানও পড়ালেখার সুযোগ পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি এবং ঢাকা সেনানিবাস এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।