শ্রীলঙ্কায় ২ বাংলাদেশির কাছ থেকে ২৩০ কেজি হেরোইন উদ্ধার

128
শ্রীলংকায় হেরোইন ও কোকেন সহ আটক দুজন।

কাজিরবাজার ডেস্ক :
আটককৃত মো.জামাল উদ্দিন ও দেওয়ান রাফিউল ইসলাম শ্রীলঙ্কাতে দুই বাংলাদেশির কাছ থেকে আনুমানিক ১শ’ ৫০ কোটি টাকা মূল্যের ২শ’ ৩০ কেজি হেরোইন এবং পাঁচ কেজি কোকেন উদ্ধার করেছে কলম্বো পুলিশ। ওই দুজনকে কলম্বোর বিখ্যাত হোটেল মাউন্ট লাভিনিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এটি শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান উদ্ধার।
আটক দুই বাংলাদেশি হলেন- বগুড়া মো.জামাল উদ্দিন (৪৪) ও জয়পুরহাটের দেওয়ান রাফিউল ইসলাম (২৯)।
এর আগে গত ১৭ ডিসেম্বর আরেকজন ২৩ বছর বয়সী বাংলাদেশির কাছ থেকে ১৮ কোটি টাকা মূল্যের ৩২ কেজি হেরোইন উদ্ধার করেছিল শ্রীলঙ্কার পুলিশ।
উদ্ধারকৃত হেরোইন অন্যান্য মাদকসূত্র জানায়, ওই দুই বাংলাদেশি সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতেন।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে আমাকে জানানো হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’