সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

96
ভোট দেওয়ার পর ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে বোন শেখ রেহানা ও মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল।

কাজিরবাজার ডেস্ক :
রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ধানমন্ডির ভোটার হওয়ায় তিনি সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন।
রবিবার সকাল আটটার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি জয় হবে। নৌকার জয় হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।
জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।
বরাবরের মতো এবারের নির্বাচনে শেখ হাসিনা এবারও প্রার্থী হয়েছেন গোপালগঞ্জে। গোপালগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী তিনি।