২২টি কেন্দ্রে ভোট স্থগিত

30

কাজিরবাজার ডেস্ক :
সংঘাত ও সহিংসতার কারণে দেশের বিভিন্ন সংসদীয় আসনের ২২টি ভোটকেন্দ্র স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। সেই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শাতাংশের মতো।
এদিকে ভোট ঘিরে সহিংসতায় দেশের এগারো জেলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে আটজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী। তবে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ এ নির্বাচনকে ‘সংঘাতহীন’ বলে জানিয়েছে।
অন্যদিকে সংসদে প্রতিনিধিত্ব না থাকা প্রধান বিরোধী দল বিএনপি সারাদেশে কেন্দ্র দখল ও তাদের প্রার্থীর এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে। একইসঙ্গে অন্তত ৩০টিরও বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।