বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত

75
নিহত সায়েম আহমদ। (ইনসেটে) নিহতের ফাইল ছবি

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে উৎসব-শঙ্কার ভোটে প্রাণ গেল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের। নিহত সায়েম আহমদ সোহেল (৩০) উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড় গ্রামের ফজলু মিয়ার ছেলে। তিনি পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের ছোট ভাই। গতকাল রবিবার আজিজপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল থেকে থেমে-থেমে ভোট গ্রহণ চলছিল। বিকেল পৌনে তিনটার দিকে ভোট কেন্দ্রের পাশেই স্থানীয় কয়েক জন সোহেলকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে সোহেলকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন। সোহেলের বুকের বাম পাশে গুলির চিহ্ন দেখা গেলেও কিভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন কিংবা কারা তাকে গুলি করেছে তা কেউই সঠিক ভাবে বলতে পারছেন না। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, দুপুরে লাঞ্চ বিরতির সময় ভোট কেন্দ্রে হট্টগোল শুরু হয়। এ সময় সোহেল ভোট কেন্দ্রের পিছনে গিয়ে উঁকি দিলে ভোট কেন্দ্রের ভিতর থেকে তাকে গুলি করা হয়। আওয়ামীলীগ নেতারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়না তদন্তের জন্য সোহেলের মরদেহ সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।