স্টাফ রিপোর্টার :
সদর উপজেলার সোনাতলা এলাকার সিরাজুল ইসলাম আলিম মাদরাসা ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় পোলিং অফিসারসহ অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, স্থানীয় বিএনপি নেতা আজিজ, আতাই, যুবদল নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা রুহেল প্রমুখের নেতৃত্বে সিরাজুল ইসলাম আলিম মাদরাসা ভোট কেন্দ্রে হামলা চালানো হয়। এ সময় কেন্দ্রের নিচতলায় ভাঙচুর করেন তারা। হামলায় পোলিং অফিসার মাওলানা বোরহান উদ্দিন, পোলিং এজেন্ট আজিজ পাশা, নুরে আলম সিরাজী, নৌকার সমর্থক সেলিম, কামাল, মহিউদ্দিন প্রমুখ আহত হন। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেন। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে, নগরীর আখালিয়ার বীরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, বীরেশচন্দ্র কেন্দ্রের আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এরপর সেখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের বেধে যায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা দেবাশীষ ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় বীরেশচন্দ্র কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ স্থগিত ছিল। পরে পরিস্থিতি শান্ত হলে আবার ভোটগ্রহণ শুরু হয়।