সিলেট-৫ এ ধানের শীষকে জামায়াতের সমর্থন

24

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ২৩ দলীয় জোট প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা শাখা।
গতকাল মঙ্গলবার এ লক্ষ্যে নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। সভায় সিলেট-৫ আসনে ২৩দলীয় জোট প্রার্থী ও জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক আগামী ৩০ তারিখের নির্বাচনে সম্মিলিত ভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আলেম ওলামাদের ঘাঁটি। ইসলামী আন্দোলনের উর্বর এই ভূমিতে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির বিজয় ঘটাতে দেশ ও ইসলামের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা (উত্তর) জামায়াতের নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুদ্দীন, মাস্টার সাঈদুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা নিজাম উদ্দিন খান, আনোয়ার হোসাইন, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল মালিক, নায়েবে আমীর মাওলানা আব্দুল করীম ও মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারী মাওলানা শরীফ আহমদ, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারী ও জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা মামুনুর রশীদ।
সভায় জমিয়ত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলা সহ-সভাপতি আব্দুর রহমান সিদ্দিকী, জেলা সেক্রটারী মাওলানা আতাউর রহমান, প্রার্থীর ভাই খালিদ সাইফুল্লাহ, কানাইঘাট জমিয়তের সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদ, সেক্রেটারী মুফতী এবাদুর রহমান, মাওলানা নূর আহমদ কাশিমী প্রমুখ।
সভায় দুই বৃহত্তর ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ একে অপরকে অভিনন্দন জানান। জমিয়ত নেতৃবৃন্দ অতীতের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে বিজয়ী করতে জামায়াতের সহযোগীতা চান। জামায়াত নেতৃবৃন্দ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। উভয় দলের নেতৃবৃন্দ অনুষ্ঠিত বৈঠকটিকে এদেশে ইসলামী শক্তির ঐক্যবদ্ধতার ব্যাপারে মাইলফলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি