সংসদ নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ভোটারবিহীন নির্বাচনে আওয়ামীলীগ সরকারের বর্তমান এমপি, বিনাভোটের এমপি এলাকার উন্নয়ন বন্ধ রেখে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলেন। ছাতক দোয়ারার যা উন্নয়ন হয়েছে তার বেশির ভাগ বিএনপি সরকারের আমলে করা হয়েছে। ধানের শীষ বিজয়ী হলে উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তোলা হবে ছাতক-দোয়ারার জনপথকে। দলের স্বার্থে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ভোট চুরির দিন শেষ ধানের শীষের বাংলাদেশ। নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী এ কথা বলেন।
মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে সারা দিন নির্বাচনী এলাকার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর, হাসনাবাদ, কালারুকা বাজার, মাধবপুর, শিমুলতলা, মুক্তিরগাও ও ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও, ব্রাম্মনগাও, বাউসাবাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
কালারুকা ইউপির রাজাপুর বাজারে পথসভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা শাহাব উদ্দিন। হাসনাবাদ পথসভার সভাপতিত্ব করেন হাজী বদরুল ইসলাম ও পরিচালনা ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খসরু, কালারুকা বাজারের পথসভায় সভাপতিত্ব প্রফেসর সামছুল ইসলাম পরিচালনা করেন রইসস উদ্দিন কামরান, ছাতক সদর ইউনিয়নের পথসভার সভাপতিত্ব করেন বিএনপি নেতা সানুর আলী ও পরিচালনা করেন যুবদল নেতা দেলোয়ার হোসেন, ব্রাম্মনগাঁও পথসভার সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজুল ইসলা, মল্লিকপুর গ্রামের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শরিফ আহমদ, পরিচালনায় জাবেদ আহমদ, বাউসাবাজার পথসভায় সভাপতি আব্দুর রহিম, পরিচালনায় বিএনপি নেতা মাস্টার ইয়াকুব আলী।
পথসভায় সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাও. আখতার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, ছাতক পৌর খেলাফত মজলিসের সভাপতি মাও. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাও. লুৎফুর রহমান, ছাতক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন, ছাতক ইউপি বিএনপি সভাপতি জাহেদুল ইসলাম আহবাব। বিজ্ঞপ্তি