মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ ড. এ.কে আব্দুল মোমেন।
শনিবার সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। ড. মোমেন বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও বাংলার বুকে থাকা তাদের দোসরদের সাথে লড়াই করেছে। লাখো শহীদের রক্ত আর অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল দেশকে শত্র“মুক্ত করে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের সেই লক্ষ্য, চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারো স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সকাল ১০টায় সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার ও চৌহাট্টা পর্যন্ত গণসংযোগ, সাড়ে ১১টায় শেখঘাটে মতবিনিময়, দুপুর ১২টায় জিন্দাবাজারস্থ আল-হামরা মার্কেটে গণসংযোগ, বেলা আড়াইটায় উপশহর ‘এ’ ব্লক এলাকার নির্বাচনী কর্মীদের সাথে সভা, বেলা ৩টায় সদর উপজেলা অডিটোরিয়ামে সিলেট চা-জনগোষ্ঠী ছাত্রকল্যাণ পরিষদের সভায়, বেলা ৪টায় সদর উপজেলার শাহপরাণ (রহ) গেইটে নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আব্দুল মোমেন। সন্ধ্যায় নগরীর ২৭নং ওয়ার্ডের শিববাড়ী এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, কবির উদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বাব জলিল, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিল ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর আজম খান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগ সভাপতি জেসমিন বোখারী, এডভোকেট বিপ্লব কান্তি মাধব, রুহেল আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা হাজী রইস আলী, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মখলিছুর রহমান, মাছুম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খান, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনছার মিয়া মহালদার, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, চা-শ্রমিক নেতা রাজু গোয়ালা, মহানগর যুবলীগ নেতা সুহেল আহমদ সাহেল, সামছুল ইসলাম মিলন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবু খালেদ, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি