রমজান আলী রনি
শিমুল গাছে লাল বেনারসি
হালকা হাওয়ায় দুলে
কোকিল পাখি কুহুসুরে
প্রেমের সুর যে তুলে।
বসন্তের লাল চাঁদোয়া আজ
লাজুক লতার শাখায়
রঙ লেগেছে দিগন্ত-নীড়ে
ফুলের পাখায়-পাখায়।
সকল কবি মগ্ন ধ্যানে
‘তপ্ত প্রেমের মায়ায়
শিমুল ফুলের ভ্রমরগুলো
চলছে অলি ছায়ায়।
মন যেনো আজ উড়–উড়–
শিমুল ফুলের লালে
চলতে গিয়ে থমকে দাঁড়াই
তালবেতালে-তালে।