জিল্লুর রহমান পাটোয়ারী
খোকা গেছে বিজয় আনতে,
ফিরল না সে আর –
দুখিনি মা পথ চেয়ে রয়,
আশায় থাকে তার।
মাসের পর মাস চলে যায়,
বছর ফিরে আসে –
আসছে না তার খোকা ফিরে,
নয়ন জলে ভাসে।
মায়ের আশা বিজয় নিয়ে,
আসবে খোকা ঘরে –
সেই ভরসায় পথ চেয়ে রয়,
আশায় থাকে তারে।
সবার খোকা ফিরল ঘরে,
বিজয় এলো দেশে –
মায়ের খোকা ঐ যে গেছে,
ফিরল না সে হেসে।