হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া বাসের চাপায় হরেন্দ্র দাশ (৯৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আন্দিউড়া নামক এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হরেন্দ্র উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, দুপুরে মহাসড়ক পার হচ্ছিলেন হরেন্দ্র দাশ। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির বাস ওই বৃদ্ধকে চাপা দিলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশে এ কর্মকর্তা।
অপর দিকে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের অধীন হবিগঞ্জের উপজেলা বাহুবলের চরগাঁও নামক স্থানে দ্রুতগামী পিকআপ চাপায় হাসান মিয়া (৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ, বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত এক ঘন্টা সংশ্লিষ্ট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকলে জন দুর্ভোগ চরমে উঠে।
তবে ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় পুলিশ ও গণমান্য ব্যক্তিবর্গের সহায়তায় ইউএনও জসিম উদ্দিন জনতার হাতে আটক গাড়ী চালককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আদালতে সোপর্দ করার ঘোষণা দিলে উপস্থিত বিক্ষুব্ধ জনতা অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে।
এদিকে ইউএনও জসিম উদ্দিন তার কুইক রেসপ্নস কমিটির সদস্যদের নিয়ে নিহতের ছাত্রে বাড়ীতে উপস্থিত হন এবং পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করে দাফন-কাফনের জন্য নগদ অর্থ প্রদান করেন। নিহত ছাত্র স্থানীয় তগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র এবং সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের পুত্র।