কানাইঘাট থেকে সংবাদদাতা :
গতকাল বুধবার দুপুর ১টার দিকে কানাইঘাট বাজারে বিষযুক্ত পচা তেলাপিয়া মাছ বিক্রি কালে অদন দাস (২৫) নামে এক যুবক কে আটক করে বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকরা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের কাছে সোপর্দ করেছেন। পরে জব্দকৃত প্রায় ২৫০ কেজি পচা তেলাপিয়া মাছ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়ে আসা হলে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা কেরোসিন প্রয়োগের মাধ্যমে মাছ গুলি পুতে ফেলার নির্দেশ দেন মৎস্য অফিসের কর্মকর্তাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, জৈন্তাপুর উপজেলার শরুখেল গ্রামের কুটি মনি দাসের পুত্র অদন দাস জৈন্তাপুরের কাঠার বাজার এলাকার একটি ফিসারির বিষ প্রয়োগ দিয়ে নিধন করা বিষাক্ত পচা তেলাপিয়া মাছ একটি পিকাপ গাড়ী যোগে কানাইঘাট মাছ বাজারে বিক্রি করতে নিয়ে আসে। দুর্গন্ধ ছড়িয়ে পড়া পচা তেলাপিয়া মাছ বিক্রি করতে অদন দাসকে বাদা নিষেধ দিলে সে মারমুখি হয়ে ওঠলে প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সহ সম্পাদক আব্দুন নূর কে জানান। পরে তারা তাৎক্ষণিক বিষয়টি মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার ও সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদকে জানালে তাঁরা বাজারে এসে আড়াইশ কেজি পচা তেলাপিয়া মাছ সহ অদন দাসকে আটক করেন। এ ব্যাপারে পচা মাছ বিক্রির সাথে জড়িত অদন দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লুসিকান্ত হাজং জানিয়েছেন।