পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে গাউসিয়া কমিটির জশনে জুলুস

104
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে গাউসিয়া কমিটির জশনে জুলুস বের করা হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ১২ রবিউল আউয়াল (২১ নভেম্বর) গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে বিশাল জশনে জুলুস বের করা হয়। মিছিলটি নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি আলহাজ্ব মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি প্রফেসর ড. একে আব্দুল মোমেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. ওয়ালী মাহমুদ খান, ১নং মোল্লারগাও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মকন মিয়া, দরগাহে হযরত শাহজালাল (রহ.) মোতাওয়াল্লী শামিউল মাহমুদ খান, আমেরিকায় মদিনার আলো সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ টুপন, বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুল হক চৌধুরী, মো. ইলিয়াস আলী মেম্বার, ফজিলাতুন্নেছা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব হুশিয়ার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুফতি তাজুল ইসলাম তাহেরী, এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, মাওলানা মতিউর রহমান, মাওলানা মাসুদ আহমদ চৌধুরী, মাওলানা আবু গফুর সিদ্দিকী।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তাহেরী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাবের আহমদ, সিনিয়র সহ সভাপতি জুবায়ের আহমদ, সহ সভাপতি মুহা. সাইফুর রহমান, মুহা. ইমাম উদ্দিন, মুহা. মাহবুব আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মুহা. আব্দুর রকিব, সহ সাধারণ সম্পাদক মুহা. শাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক মুহা. ফারুক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুহা. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মুহা. আলী আছগর চৌধুরী, সহ অর্থ সম্পাদক মুহা. আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মুহা. লায়েক আহমদ, সহ প্রচার সম্পাদক আশিকুর রহমান রায়হান, তাওহিদুল ইসলাম জুবায়ের, আফদ্বল আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহা. ইদ্রিছ আলী, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহা. আলী আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি