ঘুষ গ্রহণের মামলায় নাজমুল হুদাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

72

কাজিরবাজার ডেস্ক :
ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে চার বছর করে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। এতে তাকে ৪৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বেঁধে দেয়া সময়ে বিএনপি-জামায়াত জোটের মন্ত্রী আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের কথাও বলা হয়েছে।
এই আদেশের ফলে নাজমুল হুদার আগামী নির্বাচনে অংশ নেয়া অনিশ্চিত হয়ে গেল। কারণ, নৈতিক স্খলনজনিত কারণে দুই বছরের সাজা হলে দণ্ড ভোগ করার পাঁচ বছর পর্যন্ত তিনি নির্বাচন করতে পারবেন না।
নাজমুল হুদার এরই মধ্যে বিএনপির সঙ্গে সম্পর্কচ্যুতি হয়েছে। এবার তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তুলেছেন ঢাকা-১৭ আসনের জন্য।
আলোচিত এই রাজনীতিক নির্বাচন করতে পারবেন কি না- জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘দণ্ড স্থগিত না হলে কীভাবে নির্বাচন করবেন?’