গণপূর্তের কোয়ার্টারে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

32

স্টাফ রিপোর্টার :
নগরীর তোপখানাস্থ গণপূর্ত বিভাগের স্টাফ কোয়ার্টারে অগ্নিকান্ডে ৫টি কক্ষ পুড়ে গেছে। এতে অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা নির্ধারণ করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক তন্ময় বিশ্বাস জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে কোয়ার্টারের ৩টি কক্ষ পুরোপুরি ও ২টি কক্ষ আংশিক পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আগুন থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসকর্মীদের তৎপরতায় কোয়ার্টারের উদ্ধার তৎপরতায় রক্ষা পেয়েছে কোয়ার্টারের ৩টি কক্ষ। বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।