সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে মহিলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে – সুপ্রিয়া ভট্টাচার্য

97
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি নারীনেত্রী সুপ্রিয়া ভট্টাচার্য বলেছেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মহিলাদের অসামান্য অবদানের জন্য বিশ্বসভ্যতা আজ বর্তমান রুপ পরিগ্রহ করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সম-অধিকার ও সম-মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে মহিলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার দুপুরে নগরীর বন্দরবাজারের ব্রাহ্ম মন্দির মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা আহবায়ক এডভোকেট বনানী দাশ ইভার সভাপতিত্বে ও জেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক বীনা সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, সহ-সভাপতি গীতা বিশ্বাস, দপ্তর সম্পাদক মিনতি সরকার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, গোপীকা শ্যাম পুরকায়স্থ, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, এডভোকেট সন্ধ্যা লক্ষ্মী দে, মাধুরী গুন, রানী চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি