নৌকা নিয়ে লড়াই করতে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে দোয়া নিলেন মাশরাফি

67
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কাজিরবাজার ডেস্ক :
আগামী ভোটে নৌকা প্রতীকে লড়াই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রবিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির সরকারি বাসভবন গণভবনে যান মাশরাফি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।
আগামী নির্বাচনে যারা নৌকা প্রতীকে প্রার্থী হতে যাচ্ছেন, তাদের মধ্যে ক্রিকেটার মাশরাফি একজন। তাকে এবারের নির্বাচনের চমক হিসেবে রাখছে দলটি। আওয়ামী লীগ নেতারা জানান, মাশরাফিকে প্রার্থী করার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জানান, মাশরাফির জন্য নড়াইল-২ আসন বেছে রেখেছে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য বলেন, ‘সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মনোনয়ন দেয়ার ব্যাপারে শেখ হাসিনার ইতিবাচক মনোভাব দেখানোর কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণটি হলো- খেলোয়াড়দের মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে নিশ্চয়তা মিলবে। এছাড়া তারকা ব্যক্তিদের মনোনয়ন দিলে ঢাকাসহ সারা দেশে নির্বাচনী উৎসব বিরাজ করবে বলে তাদের ধারণা। এতে অন্য আসনগুলোতেও সুফল মিলবে।’