কানাইঘাটে সরকারী গাছ চুরির ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের

45

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট দীঘিরপার ইউপির মাটিজুরা গ্রামে অবস্থিত সরকারি পুকুর পার থেকে সম্প্রতি অনুমান ৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির বড় ও মাঝারী প্রায় ৩০ টি গাছ কর্তন করে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় দর্পনগর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত সাহাব উদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪০/৪২ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং ২, তারিখ-০৮/১১/২০১৮ইং তারিখ। মামলায় সরকারী ২৬টি গাছ কেটে নেওয়ায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। সরকারী পুকুর পার থেকে গাছগুলো কেটে নেওয়ায় মামলায় ২নং আসামী করা হয়েছে দিঘীরপার ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মুমিন চৌধুরী সহ ১নং আসামী স্থানীয় লন্তিরমাটি গ্রামের আবুল ফয়েজ চৌধুরীর পুত্র সাকিব চৌধুরী (২২), মাঝর গ্রামের মৃত নজুব আলীর পুত্র জৈন আহমদ (৬৫), জলিল আহমদ (৬৩), জমির আহমদ (৩৫) কে। গতকাল রবিবার মামলা তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সুরনজিত তালুকাদার গাছ কাটার ঘটনাস্থল পরিদর্শন করে মামলার অগ্রগতি তদন্ত করেন। এদিকে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার মূল হুতা মাটিজুরা গ্রামের চিত্তনমসুদ্র, নগেন্দ্র নম সুদ্র সহ গাছ কাটার সাথে জড়িত মাটিজুরা গ্রামের কাউকে মামলার আসামী না করায় এলাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যারা প্রকাশ্যে সরকারী গাছ কেটে চুরি করেছে তাদের অনেক কে মামলায় আসামী করা হয়নি যা অত্যন্ত রহস্যজনক। এদিকে মামলার আসামী সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানিয়েছেন তিনি সরকারী গাছ কাটার সাথে তার নি¤œতম সম্পৃক্ততা নেই। যারা গাছ কেটে নিয়ে ছিল মাটিজুরা গ্রামের তারা আমার সাথে দেখা করায় গ্রাজমূলক ভাবে আমাকে মামলার আসামী করা হয়েছে। গাছ কাটার সাথে সরাসরি জড়িতদের মামলায় আসামী করা হয়নি। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং জানিয়েছেন সরকারী গাছ কেটে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের চিহ্নিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশ কে নির্দেশ দেওয়া হয়েছে।