শাফায়েত হোসেন
গাছের ডালে শিমুল বনে
নানান রঙের পাখি,
সবুজ পাতার ডালে বসে
করছে ডাকাডাকি।
মধুর সুরে গান করে যায়
পাহাড় বনে ছুটে,
কিচিরমিচির আওয়াজ শুনে
খোকা-খুকি ওঠে।
রং-বাহারি রঙে পাখি
উড়ছে বহুদূর,
পাখির ডানায় সূর্য হাসে
প্রভাত রাঙা ভোর।
ডানা মেলে উড়ে বেড়ায়
স্বপ্ন দেখায় বেশ,
পাখপাখালির মেলা হলো
আমার বাংলাদেশ।