স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর কেউ যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে না পারে সেদিকে নজর রাখাতে বলা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বৃহস্পতিবার সকাল থেকে তফসিল ঘোষণার পর পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হবে। গতকাল বুধবার বিকেলে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নগরীতে মহড়া দিয়েছে র্যাব-৯ এর একটি দল।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান (গণমাধ্যম) জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ যাতে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘটনাতে না পারে সেদিকে নজর থাকবে র্যাবের।