সিলেট নগরীর শাহপরান উপশহর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জাবেদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। সাংবাদিক জাবেদের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে প্রশাসনের প্রতি দাবী জানান বক্তারা।
অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, ডেইলি ট্রাইব্যুনালের সিলেট ব্যুরো চিফ মো. আব্দুর রাজ্জাক, অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট বাণীর সহকারি সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ.এইচ. আরিফ, সময় টিভির সাংবাদিক আব্দুল আহাদ, সবুজ সিলেটের বার্তা সম্পাদক সৈয়দ বাপ্পী, বাংলাভিশনের বদরুর রহমান বাবর, শেখ আব্দুল মজিদ, এ.এইচ.এম. শহীদুল ইসলাম, সুব্রত দাশ, এশিয়ান টিভির জাকির হোসেন দিপু, মোহনা টিভির জাকারিয়া মোহাম্মদ, হোসাইন আজাদ, অমিতা সিনহা, জাবেদ এমরান, খায়রুল আলম সুমন, মো. একরাম হোসেন, রেজওয়ান আহমদ, মাজেদ আহমদ, ফয়সল খান, কৃতিশ তালুকদার, মো. সুয়েজ হোসেন, মো. জাকারিয়া হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি