নগরীর তালতলাস্থ গণতন্ত্রী পার্টির কার্যালয়ে ১২ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের সাথে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী গুলজার আহমদ এক মতবিনিময় সভায় মিলিত হন।
সম্প্রীতি পরিষদের সভাপতি অঞ্জলী প্রভা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণ কান্ত দাসের পরিচালনায় মতবিনিময় সভায় গুলজার আহমদ বলেন, দিরাই-শাল্লার মাটি ও মানুষের সাথে আমাদের দলের সম্পর্ক নিবিড়। জল ও জমির উপর নির্ভরশীল এই হাওর পার থেকে বার বার নির্বাচিত হয়েছিলেন প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। যিনি ছিলেন আমাদের দলের তৈরী করা নেতা। আজ সেখানে রাজনীতির নামে চলছে অপরাজনীতি, সুস্থ ধারার রাজনীতি হচ্ছে ব্যাহত। এই মাটি ছিল বাম প্রগতিশীলদের ঘাঁটি। আজ সেখানে সাম্প্রদায়িক রাজনীতি ছড়ানু হচ্ছে। অত্র এলাকার নাগরিক হিসাবে এর বিরুদ্ধে আপনাদেরকে মাঠে থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে আমাদের পার্টি উক্ত আসনে আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, কালো টাকার মালিক ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে ভোটারদেরকে সচেতন করার জন্য আমরা মাঠে আছি। আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে সুবিধাবঞ্চিত এই হাওর পারের মানুষদের জন্য কাজ করতে চাই।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সুবাস কান্তি দাস, পুলক কান্তি তালুকদার, রবীন্দ্র কুমার তালুকদার, বিপুল রঞ্জন রায়, রমেন্দ্র নারায়ণ সরকার, ছারু সামন্ত, জুতিরিন্দ্র চৌধুরী, আবুল কাসেম, রতন চক্রবর্ত্তী প্রমুখ। বিজ্ঞপ্তি