শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে এড. মিসবাহ সিরাজ ॥ শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে

43

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে এদেশের মেহনতী শ্রমিকগণ। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচন, এই নির্বাচনে সকলকে একসাথে কাজ করতে হবে এবং শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে নির্বাচনে জয়ী হতে হবে।
তিনি গতকাল ১২ অক্টোবর শুক্রবার সকাল সিলেট নগরীর তালতলাস্থ টিএন্ডটি সম্মেলণ কক্ষে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা ও মহানগর শাখার সমাবেশে পরবর্তী বর্ণাঢ্য র‌্যালী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বিএনপি-জামায়াতের জ¦ালাও পুড়াও আন্দোলনের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি এখন বিশ^ নেত্রীতে পরিণত হয়েছেন।
জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কার্যকরী পরিষদ সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ -সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, মোঃ হারুন, আব্দুল ওয়াদুদ, জমশেদ বক্ত মনন, আজিজুর রহমান, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, উপদেষ্টা আউয়াল হোসেন, মহানগর শ্রমিকলীগ নেতা জাকারিয়া আহমেদ টিপু, দপ্তর সম্পাদক দোলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, মহানগর শ্রমিকলীগ নেতা ছাদিকুর রহমান সাদিক, মহানগর শ্রমিকলীগ ও সাবেক ছাত্র নেতা এনামুল হক লিলু, তাজ উদ্দিন খান আলম, রেজানু রহমান সেলিম, আবুল বাশার, সড়ক ও জনপথের কার্যকরী সভাপতি রুস্তম খান, ফরহাদ আহমেদ, গিয়াসউদ্দিন চৌধুরী, শেখ তোফায়েল আহমেদ সেফুল, জেলার সহ-সম্পাদক শাজা মিয়া, নুর এ আলম, প্রনয় ঘোষ, সিলেট গ্যাস ফিল্ড এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান, জেলা শ্রমিকলীগের সিনিয়র সদস্য বিধু ভূষন চকবর্তী, নাজিম উদ্দিন খান, অপূর্ব কান্তি দাস, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মুফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, টিএন্ডটি ফেডারেল ইউনিয়ন এর সভাপতি সুদর্শন ভট্টাচার্য্য, মনির উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক আজিজ আহমেদ, সোনালী ব্যাংকের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ চৌধুরী, কৃষি ব্যাংকের সভাপতি আসকির মিয়া, সাধারণ সম্পাদক শানুর আলী, সাধারণ সম্পাদক আব্বাস আলী, অগ্রণী ব্যাংক সিবিএ এর সভাপতি আব্দুল জলিল, রিক্সা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি শাহ্ আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল। জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, রূপালীর ব্যাংকের সভাপতি ফারুক আহমদ চৌধুরী, রূপালী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইয়াছিন আহমদ সুমন, মাসুম আহমদ তারেক, কয়েছ আহমদ, নুর উদ্দিন আহমদ, নাজমুল ইসলাম মাসুম, জকি খান, মহিলা শ্রমিকলীগ নেত্রী নাজমা খানম চৌধুরী, রাসেলুজ্জামান, ইমরান চৌধুরী, নজরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবু, সাদ্দাম হোসেন ফরহাদ. হোটেল রেস্তোরাঁ শ্রমিকলীগ নেতা আবুল কাশেম ও নাসির উদ্দিন, যুব শ্রমিকলীগের সভাপতি প্রনয় ঘোষ, সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, জালালাবাদ গ্যাস সিবিএ সভাপতি শাহ আলম ভুইয়া, সাধারণ সম্পাদক মুরলী সিংহ, সালাউদ্দিন মাসুম, আফিকুর রহমান আফিক, গোলাম মোস্তফা, সোহেল আহমদ, এরশাদ মিয়া, ধ্র“বজ্যোতি, সামিউল ইসলাম, সালাউদ্দিন, সাঈদ ইকবাল, কানু কাঞ্চন, সেলিম আহমদ, মালেক তালুকদার প্রমুখ।
এর আগে সকাল ১০টায় তালতলাস্থ টিএন্ডটি সম্মেলন কক্ষে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরবর্তীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে রেজিস্ট্রারী মাঠের সামন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি