মাইকেল মধুসূদন

24

মোঃ রাশেদ হোসেন

মাইকেল মধুসূদন দত্ত কবি
ভাবিয়াছে কত দিন!
সকালে উঠিয়াছে রবি,
বসিয়া ভাবিয়া!
পুকুর পাড়ে,
সেই থেকে-শুরু করে-
ঘরের মেঝেতে।
সিঁড়ির পরেতে
কত্ত ছবি!
এঁকেছে কবি!
লিখেছে কবিতা
করেছে আবৃত্তি।
হে-কবি?
ভেবে শুধু গেলি!?
ফুটিয়াছো নামঃ
করেছো কাম,
রহিয়াছে স্মৃতি।
করেছো একি!
ঠিক বসিয়াছি।
আমিও সেখানে!
তোমার মতন হতে চাই,
নাম করা কবি!
আছিয়াছি কত্ত দূর– কত্ত পথ।
কবির ঠিকানা ধরে,
তুমি চলে গেছো- কবি?
তাতে কী?
সারা বিশ্বতে আছে
তোমারি ছবি।
হে- কবি?
তুমি মরেও, করোনি!
আছো বেঁচ মানুষের অন্তরে।