সিলেট-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র সমর্থনে মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় ইউছুফ কমপ্লেক্সে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগ মিছিল সহকারে যোগদান করেন।
বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকার মাঝি নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, ‘জনগণের ভোটে আমি এমপি-মন্ত্রী হয়েছি, এ কথাটি সর্বদা আমার মনে পড়ে। এজন্য শতব্যস্ত হলেও প্রতিমাসে একবার আপনাদের পাশে ছুটে আসি। সুখ-দুঃখ, আনন্দ বেদনা ভাগাভাগি করে চলি।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন রাজনৈতিক কর্মী।’
শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ বড় দল হওয়ায় নানা কারণে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং এ নিয়ে মান-অভিমান থাকে। কিন্তু দলের যেকোন ক্রান্তিকাল কিংবা নির্বাচন এলে সবাই মুহূর্তের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায়। এ নির্বাচনেও ছাত্রলীগ নেতারা ঐক্যবদ্ধ হয়ে নজির সৃষ্টি করেছেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সবার কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও দলের সিলেট মহানগর সভাপতি বদরউদ্দিন উদ্দিন কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিককুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভভোকেট মো. নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা জাসদের সভাপতি মজির উদ্দিন আনসার, যুক্তরাজ্য প্রবাসী আসিক আহমদ আসুক, রউফুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আইরিন পারভীন, খছরুল হক খছরু, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেটচ মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুছ টিটু, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জামাল হোসেন, ছাত্রলীগ নেতা পাভেল মাহমুদ, কেএইচ সুমন, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। বিজ্ঞপ্তি