আব্দুল্লাহ আল তুহিন
আমরা শ্রমিক খুব অসহায়
কর্মকরে খাই!
দিনে রাতে খাটার পরেও
ন্যায্যমূল্য নাই।
মাথার ঘাম পায়ে ফেলি ভাই
কিছু টাকার আশায়,
সারা দিনের ক্লান্তি নিয়ে
রাতে ফিরি বাসায়।
অসুখ হলেও কর্মকরি
পাই না কোন ছুটি
ভোরটা হলে কাক ডাকিলে
আমরা সবাই উঠি।
সারা দিনের কষ্টর মূল্য
ন্যায্যমূল্য চাই,
অন্য কোন ফন্দি ফিকির
চাই না ওরে ভাই।