রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর পক্ষ থেকে আজ শুক্রবার বিধবা মহিলাকে ঘরের চাবী হস্তান্তর করা হবে। ক্লাবের লো-কষ্ট হাউজিং প্রজেক্ট’র আওতায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামের দুস্থ নারী সূর্যবান বেগমকে এ বছর গৃহায়নের আওতায় আনা হয়েছে। সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের আইপিডিজি প্রফেসর ডঃ মোহাম্মদ তৈয়ব চৌধুরী। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল। ১৪তম সেমিপাকা ঘরটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিন লক্ষ টাকা। প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় রয়েছেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান ও রোটারিয়ান পিপি জিয়াউল হক। সভাপতিত্ব করবেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ রহিম। বিজ্ঞপ্তি