লাখাইয়ে ২৩ বিস্ফোরক জব্দ, বিএনপি নেতাসহ ১২ জনের নামে মামলা

47

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের লাখাইয়ে বিভিন্ন ধরনের ২৩টি বিস্ফোরক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে লাখাইয়ের বুল্লা বাজার এলাকার রাস্তার পাশ থেকে বিস্ফোরকগুলো জব্দ করার বিষয়টি বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।
বিস্ফোরকগুলোর মধ্যে রয়েছে ২০টি চকলেট বোমা, ২টি পেট্রোল বোমা এবং ১টি বারুদ ভর্তি টিনের বক্স।
ওসি এমরান হোসেন জানান, গোপন সূত্রে জানা যায়- বুল্লা বাজার এলাকায় ৬০-৭০ জন লোক নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে। এ সময় পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলো জব্দ করা হয়।
পরে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদসহ ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি এমরান হোসেন।