প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি

30

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলি প্রদান করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার ৫ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসক নুমেরী জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ১) সরকারি দপ্তরে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগপ্রথা বাতিল, ২) টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫শ টাকা নির্ধারণ, ৩) সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন, ৪) দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ী, পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান ও ৫) বার্ষিক ইনক্রিমেন্টের হাত ২০ শতাংশ নির্ধারন এবং কর্মচরীদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রদান।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জৈন্তাপুর উপজেলা সভাপতি মো: আলতাফুর রহমান, সাধারণ সম্পাদক মো: মুহিব উল্লাহ, যুগ্ম সম্পাদক প্রশান্ত মালাকার, সিওমেকহা এর সভাপতি মো. আব্দুল জব্বার, সহ সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মো. কুদরত আলী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মো. কামাল উদ্দিন, ধ্র“ব জ্যোতি দাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়া, দপ্তর সম্পাদক সুজন চন্দ্র সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি