বিশ্বনাথে জামায়াতের গোপন বৈঠক থেকে ১৭ নেতাকর্মী আটক, জিহাদি বই উদ্ধার

26

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে গোপন বৈঠক থেকে সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ১৭জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিনের বাড়ি গন্ধার কাপন গ্রাম থেকে তাদের আটক করে থানা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ৮টি জিহাদি বই, ২টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি সাদা খাতা ও চাঁদা গ্রহণের তালিকা উদ্ধারসহ তাদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী লোকমান আহমদ, উপজেলা জামায়াতের আমির আব্দুল কাইয়ুম, নায়েবে আমির মাষ্টার এমাদ উদ্দিন, এএইচএম আখতার ফারুক, সেক্রেটারী মতিউর রহমান,উপজেলা জামায়াত নেতা আব্দুল মালিক, আব্দুন নুর, এখলাছুর রহমান, বাবুল মিয়া, কালাম আহমদ, জাহেদুর রহমান, রজব আলী, তালেব আহমদ গোলাপ, আনোয়ার হোসেন, আব্দুস শহিদ, আব্দুল মুকসেদ আকতার ও নুরুল ইসলাম।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রের জন্য তারা গোপন বৈঠকে সমবেত হয়েছিল। আমরাও গোপন সংবাদে ৩ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি।