নানান আয়োজনের মধ্য দিয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রতিষ্ঠার ৩৫ বছর পদার্পণ অনুষ্ঠান পালন করেছে। শনিবার রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব উপলক্ষে প্রথম দিন সন্ধ্যা ৭টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাট্যদল থিয়েটার সাস্ট মঞ্চস্থ করে ‘আজ কমন্ডলের ফাঁসি’। মূল একটি অবাস্তব গল্প, এটি রচনা করেন বিমল বন্দোপাধ্যায়, নির্দেশনা দেন আব্দুল্লাহ মোঃ আবিদ। তিনদিন ব্যাপী নাট্যোৎসবের প্রথম দিন সিলেটের নাট্যমোদী দর্শক প্রাণ ভরে উপভোগ করেন থিয়েটার সাস্টের প্রযোজনাটি। নাট্যোৎসবে থিয়েটার সাস্টের চমৎকার নাট্যশৈলী অডিটোরিয়াম যাওয়া দর্শকদের বিমোহিত করে। নাটকটি একঝাঁক তারুণ্য অত্যন্ত সুন্দর অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের প্রশংসা খুড়িয়েছেন। নাটক মঞ্চায়ন শেষে অংশগ্রহণকারী দলকে শুভেচ্ছা স্মারক তুলে দেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ এহসান উদ্দিন চৌধুরী পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন নাট্য পরিষদের পরিচালক চম্পক সরকার, পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। বিজ্ঞপ্তি