দুর্নীতি-দুঃশাসন এর বিরুদ্ধে ও ভোটাধিকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন —কমরেড খালেকুজ্জামান

166

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, বর্তমান দুর্নীতি -দুঃশাসন লুটপাট মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাসদ আয়োজিত সুধী সমাবেশে এই আহবান জানান।
দরগা গেইটেস্থ মুসলিম সাহিত্য সংসদ্যের বিকেল সাড়ে ৫ টায় বাসদ মৌলভীবাজার সমন্বয়ক এডভোকেট ময়নুর রহমান মগনুর সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
সুধী সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ মিয়া, সিপিবি জেলার সহ-সম্পাদক খায়রুল হাছান, বাসদ(মার্কসবাদী) হুমায়ুন রশীদ সোয়েব, জাসদ নেতা আনসার খান, বাসদ হবিগঞ্জ জেলার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমদ, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, শাবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা প্রমুখ।
সুধী সমাবেশে কমরেড খালেকুজ্জামান আর বলেন, আওয়ামীলীগ ও বিএনপির দুটি বুর্জোয়া দলের পাল্টাপাল্টি প্রতিহিংসার রাজনীতির ফলে দেশে আজ ভয়াবহ সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, তাদের দীর্ঘদিনের দুর্নীতি-দুঃশাসনের ফলে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এমনকি মানুষ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করারও সুযোগ হারিয়েছে।
তাই মানুষের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকারের দাবিতে সকল মানুষের ঐক্য বদ্ধ আন্দোলন গড়ে তুলার কোন বিকল্প নেই। বিজ্ঞপ্তি