বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠান ১ সেপ্টেম্বর শনিবার সকালে সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নে বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার শাহপরান থানা শাখার সভাপতি সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জব্বার আহমদ পাপ্পুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বৃক্ষরোপনে স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী বলেন, বৃক্ষ আমাদের প্রাণশক্তি অক্সিজেন দান করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের প্রত্যেকের উচিত একটি করে বৃক্ষরোপন করা। আমাদের নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যত বিনিমার্ণের জন্যে বৃক্ষরোপন অপরিহার্য।
বিশেষ অতিথি ৫নং টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম আলী হোসেন বলেন, আমাদের সবাইকে বৃক্ষরোপনের পাশাপাশি প্রত্যেকটি বৃক্ষের চারাকে পরিণত হওয়ার পূর্ব পর্যন্ত পরিচর্যা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মানবাধিকার কর্মী কমর উদ্দিন খাঁন, সংস্থার বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম.এ মতিন বাদশা, স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রীতি রায়, সংস্থার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কবি নাজমুল আনসারী, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সাগর, নির্বাহী সদস্য সেলিম উদ্দিন। বিজ্ঞপ্তি