কবির কাঞ্চন
মানব মনের চাহিদার
হয়না যেনো পূরণ
পাওয়ার পর চাওয়া বেড়ে
এদিকওদিক ঘুরণ।
আশা সম প্রাপ্তিতে
চাহিদার জন্ম হয়
নতুন কিছু পেতে তাই
মন যে উতলা রয়।
স্বল্প আয়ের মানুষের
আয়টা যদি বাড়ে
মনে শতো চাহিদা
নিত্য কড়া নাড়ে।
বেড়ে গেলে চাহিদা
বেড়ে যাবে দাম
সাধ্যের বেশি চাহিদায়
ঝরবে গায়ের ঘাম।
মনরে তুই বুঝে শুনে
চাহিদাকে পুষিস
না পাওয়ার বেদনাতে
কেনো শুধু দূষিস।