কাজিরবাজার ডেস্ক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষের ভোগান্তি কমাতে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগে ও পরের ৪ দিন করে এই সুবিধা পাওয়া যাবে।
সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলো বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার নিয়ম রয়েছে। কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে। এছাড়া বর্তমানে দৈনিক প্রায় ২৭০০ এমএমসিএফডি গ্যাস উৎপাদন হয়।
তবে চাহিদা চাহিদা রয়েছে প্রায় ৪ হাজারের কাছাকাছি। একই সময়ে দেশের গ্যাস মজুদ কমে যাওয়ায় কমে যাচ্ছে উৎপাদনের পরিমাণও। এক্ষেত্রে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘœ করতে সিএনজি স্টেশনগুলো ২৮ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।