বিয়ানীবাজারে প্রকাশ্য দিবালোকে একটি সিএনজি অটোরিক্সা যাত্রীদের উপর সন্ত্রাসী হামলা এবং নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় সিএনজির যাত্রী জামিল আহমদ আহত হয়ে এখন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে বিয়ানীবাজার-মাথিউরা সড়কে এ ঘটনা ঘটে।
মাথিউরা পশ্চিম পার গ্রামের মুজিবুল ইসলামের ভাতিজা জামিল আহমদ তার মা ও পরিবারের অপর সদস্যদের নিয়ে একটি পুরাতন সিএনজি অটো রিকশা ক্রয় করতে সিএনজি অটো রিকশাযোগে (মৌলভীবাজার-ত-৩৮৫৪) বিয়ানীবাজার শহরে রওয়ানা হন। সিএনজিটি মাথিউরা ভাটাবাজারের নিকট পৌছলে একই গ্রামের পূর্ব পার গ্রামের বশির মিয়ার ছেলে ময়নুল ইসলাম ওরফে ছাক্কু ময়নুল (৪৫), নাইমুদ্দিনের পুত্র আবুল কালাম (৪০) গাড়ীর গতিরোধ করে সিএনজির যাত্রী জামিল আহমদকে ছুরিকাঘাত করে নগদ ৩ লাখ টাকা ও তার পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আহত অবস্থায় জামিল আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে জামিল আহমদের চাচা মুজিবুল ইসলাম বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২ (২২-৯-১৮)। (খবর সংবাদদাতার)