পুলিশের ৩০ নির্দেশনা ॥ ঈদ উপলক্ষে হবিগঞ্জে ৩ স্তরের নিরাপত্তা

65

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রবিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার বিধান ত্রিপুরা। তিনি বলেন, পশুর হাটের পাশাপাশি মহাসড়ক, বাসাবাড়ি, মার্কেট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোসহ সবগুলো রাস্তাকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ঈদ নামাজের নিরাপত্তার জন্য ঈদগাহে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এ নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব ও হাইওয়ে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবি নিয়োজিত রাখা হয়েছে। তাছাড়া জনগণের সহযোগিতা চেয়ে ৩০টি নির্দেশনা সম্বলিত একটি লিফলেট রাস্তাঘাট, বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে। এ নির্দেশনা মেনে চললে সবধরণের অঘটন ঠেকানো সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, ঈদ এলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যায়। ফলে জনবহুল এলাকাগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিকে পবিত্র ঈদুল আযহায় জন নিরাপত্তা ও মানুষের শান্তি অটুট রাখতে ৩০টি নির্দেশনা সম্বলিত একটি প্রচারপত্র বাড়ি বাড়ি, রাস্তাঘাট, বাজার এলাকায় গিয়ে বিলি করা হচ্ছে। এর অধিকাংশগুলোতেই শান্তিশৃঙ্খলা বিঘিœত হতে পারে এমন আশংকা থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দেয়ার জন্যও জানানো হয়।