ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় ॥ সিলেট চেম্বারে ইউএস কর্নার চালুর আহবান

39

১২ আগষ্ট রবিবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর উদ্যোগে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিঃ জোয়েল রেইফমেন ও প্রতিনিধিদলের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আর্মি ইন্সটিটিউট অব বিজসেন এডমিনিস্ট্রেশন, সিলেট এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি, জি, ও মার্কিন দূতাবাসের ইকোনমিক এন্ড পলিটিকাল অফিসার মিঃ অ্যালেক্স জনসন। সভায় মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিঃ জোয়েল রেইফমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে এদেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক খাতে যুক্তরাষ্ট্র অনুদান প্রদান করে থাকে। তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। বিগত কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ঊর্ধ্বগতি চোখে পড়ার মতো। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানী শেভরন বাংলাদেশের জ্বালানী খাতে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। শেভরনে অনেক বাংলাদেশীও কর্মরত রয়েছেন। তিনি জানান, শেভরন বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড বিবিয়ানাতে বড় আকারের বিনিয়োগ করতে যাচ্ছে। সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। সিলেট চেম্বার অব কমার্সও সিলেটে বিনিয়োগ বৃদ্ধিতে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ইতোপূর্বে একাধিকবার মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি দুই দেশের ব্যবসায়ীদের সুবিধার্থে সিলেট চেম্বারে একটি ইউএস কর্নার স্থাপনের প্রস্তাব জানান। এছাড়াও তিনি বাণিজ্য সম্পর্ক জোরদারকরণে দুই দেশের মধ্যে প্রতিনিধি বিনিময় অব্যাহত রাখার অনুরোধ জানান। তিনি সিলেটে নির্মাণাধীন শ্রীহট্ট ইকোনমিক জোন ও সিলেট হাইটেক পার্কে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ নুরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, জেসিআই বাংলাদেশের পরিচালক সালেহীন এফ নাহিয়ান, জেসিআই সিলেটের পরিচালক মাসনুন আকিব বড়ভূঁইয়া, বিসিসি সিলেট এর সেন্টার ইনচার্জ মধু সূধন চন্দ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট এর সহকারী পরিচালক সৈয়দ মোঃ সরফুদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জিয়াউর রহমান খান টিটু, হৃদয়ে একাত্তর বাংলাদেশ এর চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, প্রিমিয়াম ফিশ এন্ড এগ্রো লিঃ এর ডাইরেক্টর মাহপারা আহমদ। সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ সাহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মোঃ আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, গোল্ডেন হার্ভেস্ট এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মঈনুল ইসলাম চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বাংলা টিভির ব্যুরো চীফ আবু তালেব মুরাদ, জেসিআই সিলেটের সেক্রেটারী জেনারেল মোঃ নাফিস জুবায়ের চৌধুরী, ইউএস এম্বেসীর ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর ইয়ের্তাজা আক্তার ইতি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, প্রিমিয়াম ফিশ এন্ড এগ্রো’র সিইও মোঃ মাহবুবুল আলম চৌধুরী, ডাইরেক্টর মারুফা আহমেদ, বাসস সিলেট এর ব্যুরো চীফ মকুসদ আহমদ মকসুদ, সিলেট চেম্বারের যুগ্ম সচিব নুরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ এর সিনিয়র সহকারী ব্যবস্থাপক এম শহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি