মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে চলামান ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশের মোবাইল কোর্ট অভিযান চলছে। ১১ আগষ্ট শনিবার জগন্নাথপুর পৌর পয়েন্টে অভিযান চলাকালে দেখা যায়, পুলিশ মোটরসাইকেল আরোহীদের বেশি চেক করলেও অন্যান্য গাড়িগুলো নির্বিঘেœ চলছে। বিশেষ করে কোন রকম বৈধতা ছাড়াই জগন্নাথপুরে কয়েক হাজার ইজিবাইক (টমটম) ও ট্রলি চলাচল করলেও তাদেরকে রহস্যজনক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। শুধু মোটরসাইকেল ও কয়েকটি পিকআপ গাড়ির বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চলছে। অথচ জগন্নাথপুরে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ চুরি হচ্ছে ইজিবাইক (টমটম) গাড়ির কারণে। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর ট্রাফিক পুলিশের ওসি মশিউর রহমান বলেন, যে সব গাড়ির কাগজপত্র আছে, সে সব গাড়ি আমরা চেক করে থাকি। তবে অবৈধ ইজিবাইকের বিষয়টি রাজনৈতিক। তবে ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।